শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

গোপালগঞ্জে অবৈধ ম্যাজিক কারেন্ট বিক্রি দায়ে ব্যবসায়ীকে জরিমানা, জাল ধ্বংস

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৫ জুন ২০২১, ২৩:২৭

গোপালগঞ্জে অবৈধ ম্যাজিক কারেন্ট বিক্রি দায়ে ব্যবসায়ীকে জরিমানা, জাল ধ্বংস

গোপালগঞ্জরে কোটালীপাড়ায় অভিযান চালিয়ে অবৈধ ম্যাজিক কারেন্ট জাল মজুদ করে বিক্রি করার দায়ে সুশান্ত বাড়ৈ (৪৫) এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৮ এর ভ্রাম্যমান আদালত।

এ সময় জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ব্যবসায়ী সুশান্ত বাড়ৈ গোপালগঞ্জরে কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের মহন্ত বাড়ৈর ছেলে। র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, কোটালীপাড়া উপজেলার কালীগঞ্জ বাজাররে ব্যবসায়ী সুশান্ত বাড়ৈ অবৈধ ম্যাজিক কারেন্ট জাল মজুদ করে বিক্রি করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় ওই ব্যবসায়ীর গোডাউন থেকে মজুতকৃত ১০ হাজার মটিার নিষিদ্ধ চায়না ম্যাজিক কারেন্ট জাল জব্দ করা হয় ও ওই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনে ১০ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারে। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানে কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমদে, নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ, কোটালীপাড়া উপজলো মৎস্য র্কমর্কতা মো: আনসিুর রহমান উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top