চুলার মাটি খুঁড়ে উদ্ধার হলো ৫০টি সাপের বাচ্চা
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৬ জুন ২০২১, ০২:৪২
মাঝে মধ্যে ঘরে রাখা ডিম উধাও, এমনকি মুরগীর বাচ্চাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাতেই সন্দেহ হয় গৃহকর্তার। পরে চুলার মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ৫০টি সাপের বাচ্চা। ধারনা করা হচ্ছে উদ্ধার হওয়া সাপগুলো গোখরো সাপের বাচ্চা।
শুক্রবার (২৫ জুন) বিকালে মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের পাট ব্যবসায়ী শওকত সেখের বাড়ীর রান্না ঘরে চুলার নিচের মাটি খুঁড়ে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। ব্যবসায়ী শওকত সেখ জানান, বেশ কিছুদিন ধরে রান্না ঘরে রাখা ডিম, পালন করা মুরগীর বাচ্চা উধাও হয়ে যাচ্ছিল। পরে বৃহস্পতিবার একটি মুরগী মরা পাওয়া অবস্থায় পাওয়া গেলে ঘরে সাপ রয়েছে এমন ধারনা হয় আমাদের।
শুক্রবার (২৫ জুন) সকালে কাশিয়ানী উপজেলার গাড়লগাতী গ্রামের সাপুড়ে বিল্লাল মিয়াকে খরর দেই। পরে বিল্লাল মিয়া বাড়ীতে এসে বিভিন্ন স্থানে খোঁজ করে বান্না ঘরের চুলার নিচের মাটি খুঁড়ে একে একে ৫০টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করে। ধারনা করছি বড় আরো দুইটি সাপ রয়েছে। তবে ওই সাপ দু’টি এখনো পাইনি।
সাপুড়ে বিল্লাল মিয়া বলেন, আমাকে খবর দিলে বিকালে শওকত সেখের বাড়ীতে এসে তার রান্না ঘরে চুলার নীচের মাটি খুঁড়ে ৫০টি গোখরো জাতের সাপের বাচ্চা উদ্ধার করি। এখানে বড় দু’টি সাপ রয়েছে। সেই সাপ দু‘টিকে খুঁজে বের করে ধরার চেষ্টা করছি।
সাপ দেখতে আসা নুরু গাজী, রমজান মোল্যা, প্রকাশ বিশ্বাস বলেন, আমাদের গ্রামে কখনো এক সাথে এতো সাপ দেখা যায়নি। শওকত সেখের বাসা থেকে এক সাথে এতগুলো সাপ উদ্ধার করা হলো। হয়তো বর্ষার কারণে বড় সাপ দু’টি ঘরের মধ্যে ডিম পেড়ে বাচ্চা ফুটিয়েছে। আমরা এখন একটু আতংকে রয়েছি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।