শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

গোপালগঞ্জে ৫ দিনের লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে প্রশাসন

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৬ জুন ২০২১, ২০:০২

গোপালগঞ্জে ৫ দিনের লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে প্রশাসন

গোপালগঞ্জে ৫ম দিনের মতো কঠোর লকডাউন পালিত হচ্ছে। লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে প্রশাসন।

অন্যান্য দিনের মতো শনিবার (২৬ জুন) সকাল থেকে জেলা শহরের প্রবেশ মুখে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইজিবাইক, রিক্সা-ভ্যান চলাচলে বাঁধা দিচ্ছে। তারপরেও তাদের চোখ ফাঁকি দিয়ে কিছু যানবাহন চলাচল করছে।

ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুট দিয়ে বাস এবং গোপালগঞ্জ-রাজশাহী রেল লাইন দিয়ে রেল চলাচল বন্ধ রয়েছে।

কিছু নিত্যপণ্যের ও ঔষধের দোকান বাদে সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তারপরেও অনেকই প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে। মাস্ক পরিধানে জনসাধরণকে বাধ্য করছে প্রশাসন।

এদিকে, গেল ২৪ ঘণ্টায় ১৩৫ নমুনা পরীক্ষায় ৬৩ জন করোনায় সনাক্ত হয়েছে। এছাড়া জেলায় মোট ২৫ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন। মোট মৃত্যু হয়েছে ৫১ জনের। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৭০ জন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top