ঈশ্বরদী পুলিশের মাস্ক আপ ক্যাম্পেইন

পাবনার ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ২৯ জুন ২০২১, ০৬:২৮

ঈশ্বরদী পুলিশের মাস্ক আপ ক্যাম্পেইন

করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে কঠোর লকডাউন দিয়েছে সরকার। এ জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ রয়েছে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যান চলাচলও বন্ধ ।

এরই ধারাবাহিকতায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈশ্বরদীতে সাধারণ মানুষের মাঝে ডেকে ডেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে থানা পুলিশ। সোমবার দুপুর জনসচেতনতামূলক মাস্ক আপ ক্যাম্পেইনের অংশ হিসেবে শহরের পোষ্ট অফিস মোড় ও রেলগেট এলাকায় মাস্ক বিতরণ করা হয়।

এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাদিউল ইসলাম, জেলা বিশেষ শাখার ডিএসবি ইন্সপেক্টর শেখ মো: মোবারক পারভেজ, থানার উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী ও ফিরোজ প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, আমরা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য মাস্ক বিতরণ করছি।

এদিকে পুলিশের দেয়া মাস্ক পেয়ে পথচারী খালেক বলেন, ‘আমি সকালে মাস্ক ছাড়া বের হয়ে যাই। রেলগেট এলাকায় আমাকে কয়েকজন পুলিশ সদস্য ডেকে মাস্ক পরিয়ে দিলেন। আমি পুলিশের প্রতি কৃতজ্ঞ। এখন থেকে মাস্ক ছাড়া বের হব না।’

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top