কোটালীপাড়ায় দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ৩০ জুন ২০২১, ২১:৫৫
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার রামশীল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নটির পরিষদ ভবন চত্বরে ১শত কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় রামশীল ইউনিয়ন পরিষদের সচিব রমনী রায়, ইউপি সদস্য সবুজ মজুমদার শক্তিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান খোকন বালা বলেন, গত বছর মার্চ মাস থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদের মাঝে আমরা পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রীসহ নানা ধরণের সাহায্য সহযোগিতা করে আসছি। যতদিন করোনা থাকবে আমাদের এ ধরণের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জের কোটালীপাড়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।