গোপালগঞ্জে ৩৯ ব্যক্তিকে ২৪ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৩ জুলাই ২০২১, ০৭:২৮

গোপালগঞ্জে ৩৯ ব্যক্তিকে ২৪ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়া, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৩৯ ব্যক্তিকে বিভিন্ন অংকে ২৪ হাজার এক’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (০২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারকগণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ জরিমানা করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ কঠোরভাবে পালনের দ্বিতীয় দিনে জেলা শহরসহ ৫ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দ্বারা পরিচালিত ১২টি ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

এ সময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়া, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৩৯ ব্যক্তিকে বিভিন্ন অংকে ২৪ হাজার এক’শ টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, সরকার ঘোষিত ৭ দিনের কঠোর স্বাস্থ্যবিধি যাতে সাধারন মানুষ মেনে চলেন তার জন্য আগামী দিনেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top