গোপালগঞ্জে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই মহিলাসহ পাঁচজনের মৃত্যু

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৩ জুলাই ২০২১, ২৩:১৯

গোপালগঞ্জে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই মহিলাসহ পাঁচজনের মৃত্যু

গোপালগঞ্জে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুই মহিলাসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে। গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (০৩ জুন) সকালে ও শুক্রবার (০২ জুন) রাতে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এদের মৃত্যু হয়।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীরা হলো, পিরোজপুরের নাজিরপুরের হাতেম আলীর স্ত্রী জোবেদা বেগম (৬৫), একই এলাকার হালিম হাওলাদারের স্ত্রী পাপিয়া বেগম (৪৫) ও গোপালগঞ্জের মুকসুদপুরের শাজাহান মিয়া (৭২)।

উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের মনির শেখ (৬৫) ও কোটালীপাড়া উপজেলার নৈয়েরবাড়ী গ্রামের রাজেন্দ্যে নাথ জয়ধরের ছেলে বিশ্বনাথ জয়ধর (৬০)।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনালে হাসপাতালে সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক জানান, করোনা আক্রান্ত হয়ে জোবেদা বেগম, পাপিয়া বেগম ও শাজাহান মিয়া এবং উপসর্গ নিয়ে মনির শেখ ও বিশ্বনাথ জয়ধর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ও শুক্রবার রাতে তারা মারা যান।

এছাড়া জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৬৭ নমুনায় সনাক্ত হয়েছে ৯১ জন। সনাক্তের হার ৫৪ দশমিক ৪৯ ভাগ। জেলায় মোট ২৬ হাজার ৮১০টি নমুনা পরীক্ষায় ৫ হাজার ২২৭ হন সনাক্ত হয়েছেন। জেলায় মোট মারা গেছেন ৫৯ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ২৮৬ জন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top