বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ২২:৫৬

বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটে বাংলাদেশ ক্রিকেট দলের। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। বাংলাদেশ সময় শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল চারটায় মুখোমুখি হবে দুই দল।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে কেবল পাঁচটিতে জিতেছে টাইগাররা। বাকি ছয়টিতে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি টুর্নামেন্টে এখন পর্যন্ত দুবার দেখা হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। দুই দলের জয়ই সমান একটি করে।

ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক নিকোলাস পুরান তাই খুব সতর্ক, হ্যাঁ, আমার মনে হয় বাংলাদেশও দুটি ম্যাচ হেরে আমাদের মত অবস্থানে আছে। তাই ভালো করেই বুঝতে পারি ম্যাচটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। জানি বাংলাদেশের অনেক ভালোমানের স্পিনার রয়েছে। তাই কঠিন মুহূর্তে পড়তে হবে। এর পরেও শারজায় জয়টা আমাদের খুব প্রয়োজন।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top