টি-টোয়েন্টি বিশ্বকাপ - ২০২১
বিশ্বকাপে আর থাকছেন ইংলিশ আম্পায়ার গফ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১, ০০:৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের ভারত-নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করার কথা ছিল ইংল্যান্ডের আম্পায়ার মাইকেল গফের। কিন্তু জৈব সুরক্ষাবলয় বা বায়োবাবল ভাঙায় বিপাকে পড়েছেন তিনি। এত কড়াকড়ির মধ্যেও সুরক্ষাবলয়ের নিয়ম ভেঙেছিলেন ইংল্যান্ডের আম্পায়ার মাইকেল গফ। এ জন্য শুরুতে তাকে ৬ দিনের জন্য নিষিদ্ধ করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে শাস্তির মেয়াদ কাটিয়ে গফের আর মাঠে ফেরা হচ্ছে না।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আর আম্পায়ারিংয়ে দেখা যাবে না গফকে, বিষয়টি আইসিসি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
এর আগে, কাউকে না জানিয়ে জৈব সুরক্ষাবলয়ের আওতাভুক্ত হোটলের বাইরে যাওয়ায় গফকে ৬ দিন নিষিদ্ধ করে আইসিসি। তখন জানানো হয়, ৬ দিনে সব করোনা পরীক্ষায় নেগেটিভ থাকলে তিনি পরবর্তী ম্যাচগুলোতে কাজ করার সুযোগ পাবেন। সে হিসেবে বৃহস্পতিবার (৪ নভেম্বর) আবুধাবিতে শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল এই ইংলিশ আম্পায়ারের।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।