টি-টোয়েন্টি বিশ্বকাপ - ২০২১

বাংলাদেশের ভরাডুবি নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতামত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১, ২৩:২২

বাংলাদেশের ভরাডুবি নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতামত

আরেকটি হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশ দলের। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হার, সেটাই বাকি দিনটার সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল। সুপার টুয়েলভে বাংলাদেশ প্রতিটি ম্যাচেই হেরেছে। গ্রুপে থাকা সবচেয়ে শক্তিশালী তিন দলের বিপক্ষে অসহায়ভাবে হেরে নিজেদের অক্ষমতা দেখিয়ে দিয়েছে।

বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে বিশেষজ্ঞরা বিস্ময় প্রকাশ করেছেন। মার্ক ওয়াহর মতো সাবেক ক্রিকেটার তো বাংলাদেশের ব্যাটিংকে লজ্জাদায়ক বলেছেন। ওদিকে হার্শা ভোগলে বাংলাদেশের সমর্থকদের কষ্টটা বোঝার চেষ্টা করেছেন। এমন এক দলকে সমর্থনের দুঃখ টের পেয়েছেন এই ধারাভাষ্যকার।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৮৪ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এমন এক পারফরম্যান্স দেখে মার্ক ওয়াহ রীতিমতো ধুয়ে দিয়েছেন বাংলাদেশকে, বিষয়টা লজ্জাজনক। এমন মানের ব্যাটিং আপনি পার্কের তৃতীয় শ্রেণির ক্রিকেটেও দেখতে পাবেন না।

শেন ওয়ার্ন সরাসরি বাংলাদেশের সমালোচনা করেননি। তবে নিজ দলের প্রশংসা করতে বাংলাদেশকে নিয়ে কটু কথা বলা থামাতে পারেননি, বাংলাদেশকে ধসিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার ছেলেরা দারুণ দেখিয়েছ! ছেলেদের মানসিকতা ভালো লেগেছে। কোনো ভয় ছাড়া পশুর মতো খেলেছ। এমন খেলতে থাক, তাহলে বিশ্বকাপে আরও কিছু দেখাতে পারবে। আমি জানি, বাংলাদেশ একেবারেই ফর্মে নেই, কিন্তু যে ইচ্ছা দেখিয়েছ, এটাই দরকার।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top