• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১, ২২:৫৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে ৮ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অপ্রতিরোধ্য ইংল্যান্ডকে হারানো সত্ত্বেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের টিকেট পায়নি দক্ষিণ আফ্রিকা। নেট রানরেটে পিছিয়ে থাকার কারণে বাদ পড়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে নিশ্চিতভাবেই সেমিতে চলে যায় অজিরা।

সুপার টুয়েলভের গ্রুপ ১-এ প্রথম স্থানে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। তিন দলেরই পয়েন্ট আট। কিন্তু নেট রানরেটের কারণে সেমিফাইনালে উঠে গিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের নেট রানরেট +২.৪৬৪। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা নেট রানরেট যথাক্রমে +১.২১৬ এবং +০.৭৩৯। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে নেট রানরেটের যে ব্যবধান তৈরি হয়েছে, তা বাংলাদেশের বিপক্ষের ম্যাচের জন্যই।

২ নভেম্বর বাংলাদেশকে মাত্র ৮৪ রানে অলআউট করে দিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। সেই রান তাড়া করতে নেমে ১৩.৩ ওভার খেলতে হয় প্রোটিয়াদের। এতে সুবর্ণ সুযোগ পেয়েও নেট রানরেট বাড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, বাংলাদেশকে পুরোপুরি উড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। টাইগারদের মাত্র ৭৩ রানে অলআউট করে দেয় অজিরা। সেই রান মাত্র ৬.২ ওভারেই তাড়া করে ফেলে। এতে নেট রানরেট বেড়ে যায় তাদের।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top