পাকিস্তান সিরিজে নতুন মুখ শান্ত-ইমন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১, ০২:২২
বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি ফরম্যাটের দলটি নতুন করে সাজাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে নিশ্চিত যে, কপাল পুড়তে চলেছে সৌম্য সরকার ও লিটন দাসের - তেমনি ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমনদের।
১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এরপর বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। দুই দলের সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। এই সিরিজ দিয়েই নতুন পথচলা শুরু করতে চায় বিসিবি।
আনুষ্ঠানিকভাবে বোর্ড চূড়ান্ত না করলেও জানা গেছে পাকিস্তান সিরিজে ডাক পাচ্ছেন- নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তানভীর ইসলাম। এজন্য এই ক্রিকেটারদের চলমান জাতীয় ক্রিকেট লিগে বিবেচনা না করতে বিভাগীয় দলগুলোকে বার্তা পাঠিয়েছে বোর্ড।
পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টি ক্রিকেটে না খেলার ইঙ্গিত দিয়েছেন তামিম ইকবাল। শোনা যাচ্ছে, আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজে কুড়ি ওভারের ফরম্যাটে খেলবেন না তিনি।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: পাকিস্তান বাংলাদেশ টি-টোয়েন্টি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।