টি-টোয়েন্টি বিশ্বকাপ - ২০২১
পাকিস্তানের হাতে ট্রফি চান আকাশ চোপড়া
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ০২:০৭
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বি ভারত নিজেদের গ্রুপ পর্বের এক ম্যাচ আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। টুর্নামেন্টের ফেভারিট দলটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে দেশটির সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া চান, তাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবারের চ্যাম্পিয়ন হোক।
রবিবার (৭ নভেম্বর) স্কটল্যান্ডের বিপক্ষে ৭২ রানে জিতেছে পাকিস্তান। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে তারা। সুপার টুয়েলভে ৫ ম্যাচের সবগুলো জিতেছে তারা। ফাইনালে ওঠার লড়াইয়ে ১১ নভেম্বর তাদের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া।
আকাশ চোপড়া চান বাকি দুটি ম্যাচ জিতে যেন শিরোপা উপমহাদেশেই থাকুক। তিনি টুইট করেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র দল, ভালো খেলেছ পাকিস্তান। সেমিতেও ভালো করো। শেষ চারে একমাত্র এশিয়ান দল। প্রতিবেশী, উপমহাদেশেই ট্রফিটা রেখে দেওয়ার চেষ্টা করো।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।