টি-টোয়েন্টি বিশ্বকাপ - ২০২১
টি-টোয়েন্টিতে নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ক্রিকেট বিশ্ব
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১, ০৪:১৫
রবিবার (১৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নতুন কোনো দলের হাতেই যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। ২০১৯ সালের আসরে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। এবার টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো শিরোপা জেতার অপেক্ষা এক দল।
২০০৭ সালের আসরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম মৌসুমেই সেমিফাইনাল খেলে নিউজিল্যান্ড। তবে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে ফাইনাল আর খেলা হয়নি ব্ল্যাক ক্যাপসদের। এরপর কখনও শ্রীলঙ্কা, কখনও ইংল্যান্ড বাধা হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠার পথে।
অন্যদিকে, ২০১০ বিশ্বকাপের ফাইনালই অজিদের সর্বোচ্চ সাফল্য। ২০১২ সালের আসরেও সেমিফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া। তবে সেবার ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৪ রানে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় অস্ট্রেলিয়ার। ২০১৪ ও ২০১৬ সালের গল্পগুলো এক- সুপার টেন থেকে অজিদের বিদায়। তাদের সামনে সুযোগ এবার প্রথম শিরোপা জেতার।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।