আইসিসি বাবরের সাথে পক্ষপাতমূলক আচরণ করেছে : শোয়েব আখতার
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ০২:৫৩
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন অসি তারকা ডেভিড ওয়ার্নার। এতে অনেকটাই মনক্ষুণ্ণ পাকিস্তান দলের সমর্থকরা।
কেননা, ৬ ইনিংসে ৪ হাফসেঞ্চুরিসহ ৬০.৬০ গড়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সংগ্রহ ৩০৩ রান। অন্যদিকে, ডেভিড ওয়ার্নার ৭ ইনিংসে করেছেন ২৮৯ রান। তার গড় মাত্র ৪৮.১৬।
এ পরিসংখ্যান সামনে রেখে ওয়ার্নারের পুরস্কারকে আইসিসির পক্ষপাতমূলক আচরণ হিসেবে দেখছেন পাক সমর্থকরা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে সমালোচনা। আর সেই সমালোচনায় যোগ দিলেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারও।
তার মতে, বাবর আজমের সঙ্গে অন্যায় করেছে আইসিসি। এবারের বিশ্বকাপ সেরা বাবর আজমই।
শোয়েব লেখেন— ‘বাবর আজমের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার অপেক্ষায় ছিলাম। কোনো সন্দেহ নেই, অন্যায় সিদ্ধান্ত (ওয়ার্নারের সেরা হওয়া)।’
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: বাবর আজম শোয়েব আখতার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।