আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ০৪:২৬
আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তিনবার তিন বছরের মেয়াদে কাজ করার পর বিদায়ী অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
কুম্বলের ৯ বছর মেয়াদ শেষে বুধবার (১৭ নভেম্বর) আইসিসি ঘোষণা দেয় গাঙ্গুলিকে নিয়োগের। দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভা শেষে নেওয়া হয় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একই সঙ্গে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের পর দেশটির ক্রিকেট বোর্ড ও ক্রিকেটীয় অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি কার্যনির্বাহী গ্রুপ নিয়োগ দিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা।
গাঙ্গুলিকে স্বাগত জানিয়ে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, 'আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে সৌরভকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং পরে একজন প্রশাসক হিসেবে তার অভিজ্ঞতা আমাদের ক্রিকেটীয় সিদ্ধান্ত প্রণয়নে দারুণ সহায়তা করবে।'
তিনি আরো বলেন, আমি অনিলকেও ধন্যবাদ দিতে চাই গত ৯ বছর ধরে ডিআরএসের আরো নিয়মিত ও ধারাবাহিক প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক খেলার উন্নতি করা এবং সন্দেহজনক বোলিং অ্যাকশনের সমাধানের জন্য একটি শক্তিশালী প্রক্রিয়াসহ বিভিন্ন কাজে অসাধারণ নেতৃত্ব দেওয়ায়।’
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।