বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট পেতে ক্রিকেট প্রেমীদের ভিড়
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ০১:৩৪
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকেট সংগ্রহ করতে লাইন ধরেছেন ক্রীড়া প্রেমীরা। দীর্ঘ প্রায় ২১ মাস পর আবারো ঘরের মাঠে বসে খেলা দেখার সুযোগ পাওয়ায় টিকেটের জন্য ক্রিকেটপ্রেমীদের সিরিয়াল ছিল বেশি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দর্শক ফিরছে গ্যালারিতে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল নয়টা থেকে শুরু হয় টিকিট বিক্রি। তার আগে থেকেই বিভিন্ন বয়সী ক্রিকেট ভক্তরা উপস্থিত হতে থাকেন ইনডোর স্টেডিয়াম এলাকায়। টিকিট থাকা সাপেক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে টিকিট বুথ।
তবে সরেজমিনে দেখা গেছে, টিকিট কিনতে ভোর ৬টা থেকে অপেক্ষায় থাকেন সমর্থকরা। সকাল ১০টার দিকে দীর্ঘ লাইন দেখা গেছে টিকিট প্রত্যাশীদের।
বিসিবি সূত্রে জানা গেছে, টিকিট পাওয়া যাচ্ছে মোট ৫ ক্যাটাগরিতে। যেখানে সর্বোচ্চ টিকিট মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা, সর্বনিম্ন ১০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউজ ৩০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১৫০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট মিলবে ১০০ টাকায়।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।