টেস্টে সম্পূর্ণ আলাদা দলের ভাবনা করছেন পাপন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৬:২৮
বিশ্ব ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে নিজেদের অবস্থান বেশ শক্ত করেছে বাংলাদেশ দল। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পাশে রাখলে সংক্ষিপ্ত ফরম্যাটেও নেহায়েত মন্দ নয় টাইগারদের সাফল্য। তবে সাদা পোশাক গায়ে চাপালেই যেন গুলিয়ে যায় সবকিছু, ধূসর হয়ে যায় মাঠের পারফরম্যান্স। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও হার ০-২ ব্যবধানে। এবার ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে টেস্ট ফরম্যাট নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে বিসিবির ইফতার অনুষ্ঠানের সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, টেস্টে দলটি সম্পূর্ণ আলাদা করার। বর্তমানে টেস্টের জন্য আলাদা ৪-৫ জন ক্রিকেটার রয়েছে বটে, তবে সাফল্য পেতে গোটা দলটির আলাদা করতে চান বোর্ড সভাপতি।
পাপন বলছিলেন, ‘নির্বাচনের পরই বলেছিলাম আমাদের এখন টেস্টে মনোযোগ দিতে হবে। করোনার জন্য দুই বছর পরিকল্পনা করতে পারিনি। আমাদের টেস্টে আলাদা একটা দল দরকার।’
সঙ্গে যোগ করেন পাপন, ‘বেশিরভাগ ম্যাচেই আমরা চতুর্থ দিনের পর, চতুর্থ ইনিংসে কলাপ্স করি। প্রথম ইনিংসে কিছুটা সাহস দেখি, চতুর্থ ইনিংসে হুট করে ভেঙে পড়ি। এটা কেন হয় তা খেলোয়াড়, কোচিং স্টাফ সবার সাথে কথা বলে বের করতে হবে। এখানে কোনো মানসিক ব্যাপার থাকতে পারে। এক্ষেত্রে যা যা করণীয় দরকার তাও চেষ্টা করব। তবে সম্পূর্ণ আলাদা দল হওয়া ছাড়া এ মুহূর্তে কোনো সমাধান দেখছি না।’
আলাদা টেস্ট দল গঠনের পাশাপাশি সেই দলটিকে পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতে চান বিসিবি প্রধান।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।