অবশেষে স্থায়িত্ব পেল মোশাররফ রুবেলের কবর

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ১৬:২৮

অবশেষে স্থায়িত্ব পেল মোশাররফ রুবেলের কবর

বনানী কবরস্থানে কবর স্থায়ী করতে হলে প্রায় এক কোটির মতো টাকা লাগে। আমাদের কাছে তো এত টাকা নেই। রুবেলের জন্য একটু মাটি যেন, আমার ছেলেটা (রুশদান) দেখতে পারে। দুই বছর পর তুলে ফেললে আমরা তো আর পাব না। রুবেল তো আর কোথাও নেই, হারাই গেছে। আমাদের জন্য শুধু এখানেই আছে।’- সদ্য প্রয়াত স্বামী মোশাররফ রুবেলের কবর স্থায়ী করার জন্য কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী ও মেয়রের কাছে মৌখিক আবেদন করেন স্ত্রী ফারহানা রুপা চৈতি।

বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারের স্ত্রী চৈতির এমন আবেদন বিফলে যায়নি। মানবিক বিবেচনায় বনানীতে মোশাররফ রুবেলের কবর স্থায়িত্ব করার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম।

রবিবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়রের পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সদ্য প্রয়াত মোশররফ হোসেন রুবেলের কবরটি মানবিক বিবেচনায় স্থায়ীভাবে সংরক্ষণ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top