নতুন এফটিপিতে যাদের সঙ্গে খেলবে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২২, ০৩:৫৭

নতুন এফটিপিতে যাদের সঙ্গে খেলবে বাংলাদেশ!

২০২৩-২৭ এই চার বছরের ক্রিকেট সাইকেলে কোন দল কতগুলো ম্যাচ খেলবে সেই হিসেব জুলাইতে জানিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এবার নতুন ফিউচার ট্যুর প্ল্যানে (এফটিপি) কোন দল কার বিপক্ষে খেলবে সেই তথ্যও জানিয়ে দিলো আইসিসি।

এই চার বছরের সাইকেলে পূর্ণ সদস্যের ১২ দল মোট ৭৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। যেখানে ১৭৩ টেস্ট, ২৮১ ওয়ানডে এবং ৩২৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দলগুলো। বর্তমান সাইকেলে ৬৯৪ ম্যাচ খেলেছিল দলগুলো। এরমধ্যে বাংলাদেশ মোট খেলবে ১৪৪ ম্যাচ।

নতুন এফটিপিতে চার বছরে মোট ৩৭টি টেস্ট খেলবে বাংলাদেশ। ওয়ানডে ৬৮ ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ৬৩টি। জুনে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখান থেকে জুনেই দেশে এসে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।



বিষয়: বাংলাদেশ


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top