২১ ক্রিকেটার নিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ : বিসিবি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৩, ০৫:০৭
২১ জন ক্রিকেটারকে নিয়ে ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। প্রথমবারের মতো এই চুক্তিতে সুযোগ পেয়েছেন সিলেটের ক্রিকেটার জাকির হাসান। তিনি রয়েছেন টেস্টের চুক্তিতে।
সবশেষ ভারতের বিপক্ষে অভিষেক টেস্টেই শতক হাঁকিয়েই এই পুরষ্কার পেলেন জাকির। এছাড়া চুক্তিতে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। এদিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, ইয়াসির রাব্বি, সাদমান ইসলাম এবং নাইম শেখ।
আরও পড়ুন>>> পেয়ারা বাগান বদলে দিলো ঠাকুরগাঁওয়ের পারভেজের ভাগ্যের চাকা
তিন সংস্করণ: সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
টেস্ট ও ওয়ানডে: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।
টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান।
ওয়ানডে ও টি-টোয়েন্টি: আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ।
টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী ও হাসান মাহমুদ।
বাদ পড়েছেন: ইয়াসির আলি, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।
বিষয়: ক্রিকেট বিসিবি কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ বাংলাদেশ ক্রিকেট দল newsflash71 Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।