মাদক মামলায় ভারতী দম্পতির ১৪ দিনের জেল

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ১৯:০৫

বিনোদন প্রতিবেদক:

কমেডিয়ান ভারতী সিংকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মুম্বাই আদালত। তাঁর স্বামী হর্ষ লিম্বোচিয়াও বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আগামিকাল (২৩ নভেম্বর) সোমবার তাঁদের জামিনের আর্জির শুনানি হবে।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে মাদকযোগের তদন্ত চালাচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (২১ নভেম্বর) ভারতীর বাড়ি এবং অফিসে তল্লাশি চালান এনসিবি। তাঁদের মুম্বইয়ের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়। তারপর ভারতী এবং হর্ষকে গ্রেফতার করে এনসিবি।

এ বিষয়ে এনসিবির আইনজীবী অতুল তারপান্ডে পিটিআইকে বলেন, ‘আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত তাঁদের (ভারতী ও হর্ষ) বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।’ বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর সঙ্গে সঙ্গে ভারতী ও তাঁর স্বামী জামিনের আর্জি দাখিল করেন। যা আগামিকাল (সোমবার) শুনবে নিম্ন আদালত।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top