বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: চার আসামির রিমান্ড শুনানি কাল

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২০, ২০:২৩

কুষ্টিয়া থেকে:

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারকৃত দুই মাদরাসাছাত্র ও দুই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করীমের আদালত এই আদেশ দেন। পুলিশ আসামীদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত শুনানির জন্য মঙ্গলবার (৮ ডিসেম্বর) দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হলেন- কুষ্টিয়া শহরের জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাস্উদ (রা.) মাদরাসার হেফজ বিভাগের ছাত্র আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০) এবং শিক্ষক আল-আমিন (২৭) ও ইউসুফ আলী (২৬)।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সারাদেশে ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মধ্যে এ ঘটনা নিয়ে কুষ্টিয়া ও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) নিশিকান্ত দাস জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের অধীনে ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের মধ্যে দুই ছাত্রের ১০ দিন ও শিক্ষকদের সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top