সিকদার গ্রুপের এমডি রন হক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২১, ২০:৩৬

সিকদার গ্রুপের এমডি রন হক গ্রেপ্তার

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় পলাতক সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাবা জয়নুল হক সিকদারের মৃত্যুর কারণে সকালে শাহজালালে নামেন রন হক সিকদার। জয়নুল হক বাংলাদেশের অন্যতম শিল্প গোষ্ঠী সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। গত বুধবার দুপুরে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯১ বছর।

বাবার মৃত্যুর কারণে শাহজালালে নামার পরেই ডিবির গুলশান বিভাগের একটি দল রন হককে গ্রেপ্তার করে।

ডিবির অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক্সিম ব্যাংকের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত বছরের ২৬ মে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top