শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ মার্চ ২০২১, ২১:৪৯
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম হাউস। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা।
বৃহস্পতিবার (০৪ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস জানায়, কাস্টমস হাউস ঢাকা বিভাগের কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। পরে বুধবার রাতে সৌদি আরব থেকে আসা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট নং- এসভি-৮০৪-এর মাধ্যমে আসা আবুল খায়ের নামে সৌদি আরব ফেরত এক যাত্রীর কাছে থাকা কালো রঙয়ের ছোট একটি ব্যাগ থেকে ৫ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির পাসপোর্টে তথ্য অনুযায়ী, ওই যাত্রীর নাম আবুল খায়ের। তার বাড়ি কুমিল্লা জেলায়। এরই মধ্যে বিমানবন্দর থানায় সোপর্দ করে আবুল খায়েরের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।