দেশে আসতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৫

চাঁপাইনবাবগঞ্জ থেকে:

অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে ভারত; কিন্তু এ সিদ্ধান্তের আগেই বাংলাদেশের স্থলবন্দরের উদ্দেশে রওনা হওয়া শত শত ট্রাক-ভর্তি পেঁয়াজ ছাড় করার অনুমতি দিয়েছে ভারত সরকার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার পর থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ ভর্তি ট্রাক প্রবেশ করতে শুরু করে।

সোনামসজিদ দিয়ে দুপুর ১২টা পর্যন্ত সাতটি ট্রাকে ১৯৯টন পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে।  ট্রাক চালকরা জানিয়েছেন, এখনও ভারতের বন্দরে তিনশ’র বেশি ট্রাক আটকে আছে।  কয়েকদিন ট্রাকের পেঁয়াজ আটকে থাকায় গরমে নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা করছেন পাইকাররা।

এদিকে, প্রবেশের অপেক্ষায় আছে হিলি স্থল বন্দরের ট্রাকগুলোও। এই বন্দর দিয়ে পেঁয়াজ ঢোকার সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

এনএফ৭১/এনএম১২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top