বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের দুটি ভল্ট থেকে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার করেছে এনবিআর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৩

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (দিলকুশা) থাকা দুটি ভল্ট ভেঙে ৮৩২.৫ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ভল্টগুলো খুলে জব্দ করা হয়।

সিআইসির এক কর্মকর্তা নিশ্চিত করে বলেন, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে শেখ হাসিনার নামে থাকা ৭৫১ ও ৭৫৩ নম্বর ভল্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে খোলা হয়। দুটি ভল্ট থেকেই স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

এর আগে ১৭ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের দিলকুশা শাখা থেকে লকার দুটো জব্দ করে সিআইসি।

একই দিন শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অবস্থিত করপোরেট শাখার ১২৮ নম্বর লকার খোলা হয়। তবে সেখান থেকে একটি পাটের বস্তা ছাড়া আর কিছু পাওয়া যায়নি।

এর বাইরে ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবে ৫৬ লাখ টাকা থাকার তথ্য নিশ্চিত করেছে এনবিআর। এর মধ্যে একটি হিসাবে ১২ লাখ টাকার এফডিআর, আরেক হিসাবে ৪৪ লাখ টাকা পাওয়া যায়। দুটিই জব্দ করা হয়েছে।

সূত্র জানায়, সব লকার ও ব্যাংক হিসাব বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা করে জব্দ করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top