একনেক-এ ১৮ প্রকল্প অনুমোদন: মেট্রোরেল-৬ সংশোধনীসহ ১৫,৩৮৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৭:২৫

সংগৃহীত

দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরির ক্ষেত্রে বড় পদক্ষেপ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দিয়েছে ১৮টি নতুন উন্নয়ন প্রকল্প। অনুমোদিত এই ১৮টি প্রকল্পের মোট ব্যয় ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মেট্রোরেল লাইন-৬ প্রকল্পের তৃতীয় সংশোধনী। এই বিপুল অর্থের প্রধান উৎস হচ্ছে সরকারি তহবিল, যার পরিমাণ ৯ হাজার ৪৫১ কোটি টাকা।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

এই প্রকল্পগুলোর মধ্যে আছে: চট্টগ্রাম অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন, মানসম্পন্ন আলু বীজ উৎপাদন, গ্যাসের ৩টি অনুসন্ধান কূপ খনন। এছাড়াও, ঢাকার মিরপুরে শহীদ পরিবারের জন্য ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণ, সিরাজগঞ্জ-রায়গঞ্জ জেলা মহাসড়ক উন্নয়ন এবং নারায়ণগঞ্জ গ্রিন আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট। আরও আছে, অটিজম ও এনডিডি সেবা প্রদান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, এবং সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, জাতীয় নির্বাচনের তফসিল হলেও একনেক বৈঠক চলবে। তবে সচিবালয়ে নতুন ভবন এবং স্বাস্থ্য খাতের একটি প্রকল্প পর্যালোচনার জন্য অনুমোদন দেওয়া হয়নি। এটি দেশের সার্বিক উন্নয়নে এক বড় অগ্রগতি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top