রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ২১:০৯

সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর শনিবার (৩১ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। মাসব্যাপী চলা মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠান প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি করেছে।

মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ উপস্থিত ছিলেন।

মেলার আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য রপ্তানি আদেশের পরিমাণ হিসেবে ১৭.৯৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২২৪.২৬ কোটি টাকা আদেশ পেয়েছে। বহুমুখী পাট পণ্য, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, কসমেটিক্স, হাইজিন পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, হ্যান্ডলুম, তৈজসপত্র, হোম টেক্সটাইল, নকশিকাঁথা ও ফেব্রিক্সসহ বিভিন্ন পণ্য আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্কে রপ্তানি করা হবে।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, প্যাভিলিয়ন ও স্টলগুলোকে সমাপনী অনুষ্ঠানে পুরস্কৃত করে স্বীকৃতি দেওয়া হয়। এবারের মেলায় ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া—এই ৬টি দেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top