শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

চাঁদাবাজি অভিযোগ নিয়ে সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১৮:৩৫

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ দোকান নিয়ে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ তোলার অভিযোগে ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠানো হয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সহ-সভাপতি নুরুল গনি সগীরের পক্ষে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে নুরুল গনি সগীর জানিয়েছেন, ২৪ জানুয়ারি ক্যাম্পাসে অবৈধ দোকান সংক্রান্ত পোস্টের কারণে তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। ২৫ জানুয়ারি তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগকারীর প্রতি ১২ ঘণ্টার মধ্যে প্রমাণ উপস্থাপনের সময়সীমা দেন। কিন্তু নির্ধারিত সময় পার হওয়া সত্ত্বেও কোনো প্রমাণ প্রদান করা হয়নি।

নোটিশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও পরবর্তী বক্তব্যের মাধ্যমে নুরুল গনি সগীরকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। এই অভিযোগ তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এছাড়া অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণও উপস্থাপন করা হয়নি।

নোটিশে সর্বমিত্র চাকমাকে অত্র নোটিশ প্রাপ্তির ১০ ঘণ্টার মধ্যে মানহানিকর অভিযোগ প্রত্যাহার, সংশ্লিষ্ট পোস্ট ও বক্তব্য অপসারণ এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় নুরুল গনি সগীর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে সতর্ক করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top