অজিত পাওয়ারের মৃত্যুর পর উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন স্ত্রী সুনেত্রা পাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১৮:৫৪
ভারতের মহারাষ্ট্রে ইতিহাস রচিত হতে যাচ্ছে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের প্রাণহানির পর তার স্ত্রী সুনেত্রা পাওয়ার উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন। মহারাষ্ট্রের প্রথম নারী উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায়। খবর এনডিটিভি।
অজিত পাওয়ারের চাচা শারদ পাওয়ার বারামতিতে সংবাদ সম্মেলনে জানান, “শপথ গ্রহণ বিষয়ে আমাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। আমি নিজেও সংবাদমাধ্যমের সূত্র থেকে এই খবর জানতে পেরেছি। এটি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-এর সিদ্ধান্ত।”
উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই মাসে অজিত পাওয়ার শারদ পাওয়ারের সঙ্গে রাজনৈতিক ও পারিবারিক সম্পর্ক ছাড়েন এবং এনসিপি বিজেপি নেতৃত্বাধীন জোটে যোগ দেন। এরপর থেকে পারিবারিক ও রাজনৈতিক বিভাজন তৈরি হয়।
এর আগে, অজিত পাওয়ার মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে বুধবার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। মুম্বাই থেকে বারামতিতে আসার পথে ভিএসআর ভেঞ্চারসের একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এ সময় উড়োজাহাজে ছিলেন পাইলট সুমিত কাপুর, সহ-পাইলট শম্ভবী পাঠক, অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বিদিপ যাদব এবং বিমানবালা পিংকি মালি। দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু ঘটে।
সুনেত্রা পাওয়ারের শপথের মধ্য দিয়ে মহারাষ্ট্র রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।