মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পরী-পিয়াসাকে নিয়ে হিরো আলমের গান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২১, ২২:৩৫

পরী-পিয়াসাকে নিয়ে হিরো আলমের গান

পরীমনি-পিয়াসাদের নিয়ে নতুন গান দর্শকদের উপহার দিয়েছেন হিরো আলম। কটাক্ষ করে গাওয়া ঐ গানের শিরোনাম 'রাতের রাণী'।

গানের কথাগুলো হচ্ছে.........

‘পিয়াসা তুই রাতের রানী জেনে গেছে সবাই/নেশায় পড়ে টাকার লোভে করছিস তুই ছলনাই/তুইতো সারাজীবন করলি ভণ্ডামি, প্রতারণা/আছে আরও পরীমণি আজ সবার জানা...পিয়াসা আর মৌয়েরা সমাজে আজ ধরা/তাইতো তাদের প্রশাসন পরালো হাতকড়া/ধনীর দুলালদের সাথে করলি প্রতারণা/তুই তো সারাজীবন করলি ভণ্ডামি, প্রতারণা/আছে আরও পরীমণি আজ সবার জানা...’

শুক্রবার (১৩ আগস্ট) হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও গানটি শেয়ার করেছেন হিরো আলম।

গানটি প্রকাশের পর থেকে ভালোই সাড়া পাচ্ছেন হিরো আলম।

যদিও মাস দুয়েক আগে চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার সুষ্ঠু বিচারের দাবিতে গানে গানে প্রতিবাদ জানিয়েছিলেন হিরো আলম। তবে মাস দুয়েকের ব্যবধানে পুরোই সুর পাল্টে তিনি নতুন গান গাইলেন।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top