আবারও মা হলেন স্কারলেট জোহানসন
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২১, ০১:১৪
![আবারও মা হলেন স্কারলেট জোহানসন](https://www.newsflash71.com/uploads/shares/2021/scearlett-2021-08-19-16-14-04.jpg)
হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন আবারও মা হলেন। এটা কলিন জোস্টের ঘর ও স্কারলেটের প্রথম সন্তান।
বুধবার (১৮ আগস্ট) স্কারলেটের স্বামী কলিন জোস্ট ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, 'আমাদের ঘর আলো করে একটি সন্তান এসেছে। তার নাম রেখেছি কসমো। তাকে ভীষণ ভালোবাসি আমরা।'
এদিকে,স্কারলেট-কলিনের পুত্র সন্তান হওয়ার খবরটি প্রকাশ করেছে পেজ সিক্স। দীর্ঘ তিন বছরের সম্পর্কের পর গত বছরের অক্টোবরে লেখক-কমেডিয়ান কলিনকে বিয়ে করেন স্কারলেট জোহানসন। এটি স্কারলেটের তৃতীয় বিয়ে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: স্কারলেট জোহানসন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।