সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

নচিকেতার নামে প্রেক্ষাগৃহ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২১, ০০:৪৮

নচিকেতার নামে প্রেক্ষাগৃহ

দুই বাংলার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা জীবদ্দশাতেই পেতে চলেছেন দারুণ এক সম্মান। তার নামে তৈরি হচ্ছে ৮০০ আসন বিশিষ্ট প্রেক্ষাগৃহ। হাওড়ার আমতায় তৈরি হচ্ছে এই বিশেষ অডিটরিয়াম। যার নাম রাখা হয়েছে ‘নচিকেতা মঞ্চ’।

ভূপেন হাজারিকা ছাড়া এমন সৌভাগ্য আর কোনো শিল্পীর হয়নি। স্বভাবতই খুশি নচিকেতা। এ বিষয়ে তার অনুভূতি জানিয়ে কলকাতার এক গণমাধ্যমে তিনি বলেন, ‘লজ্জা লাগছে। তবে আনন্দও হচ্ছে। আমার অনুষ্ঠান দিয়ে প্রেক্ষাগৃহের যাত্রা শুরু হলে আরও ভাল লাগবে।’

‘জীবনমুখী’ গানের সূত্র ধরেই তুমুল জনপ্রিয়তা নচিকেতার। ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’- তার অন্যতম জনপ্রিয় গান। এই শিল্পীর নামে রয়েছে দু’টি চায়ের স্টল। ‘চা ও নচিকেতা’ এখন পাটুলির অন্যতম ল্যান্ডমার্ক। নচিকেতার নামে ২০১৯ সালে সাতদিনব্যাপী মেলাও হয়েছে হাওড়ায়। এবার সবকিছু ছাপিয়ে তৈরি হচ্ছে প্রেক্ষাগৃহ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top