মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

সালমান শা'র জন্মদিন আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৬

সালমান শা

এদেশে সর্বকালের সেরা স্টাইলিস্ট ও ফ্যাশন আইকন ও সেরা অভিনেতা সালমান শাহের আজ জন্মদিন। বেঁচে থাকলে এবারে ৫০ বছরে পা রাখতেন তিনি।

সালমান শাহ ১৯৭১ সালে সিলেটের জকিগঞ্জ উপজেলায় ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ তিনি। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। পরিবারের বড় ছেলে ছিলেন তিনি। 

সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে জগতে পা রাখেন এই নায়ক। প্রথম ছবিতেই সারাদেশের মানুষের মন জয় করে নিয়েছিলেন। অল্প সময়ের মধ্যে সালমান শাহ ২৭টি ছবিতে অভিনয় করেন। তার প্রায় প্রতিটি ছবি ছিল ব্যবসা সফল। 

সালমানের সর্বমোট মুক্তিপ্রাপ্ত ২৭টি ছবির ১৪টিতেই তার নায়িকা ছিলেন শাবনূর। তার অন্যান্য উল্লেখযোগ্য সিনেমা হল - আনন্দ অশ্রু, চাওয়া থেকে পাওয়া, বিচার হবে, জীবন সংসার, মহা মিলন, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার, সুজন সাথী, স্বপ্নের নায়ক, তুমি আমার ইত্যাদি।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top