বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ কবীর সুমন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০১:০৯

মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ কবীর সুমন

মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হলেন গায়ক কবীর সুমন। গণদর্পণ সংস্থাকে তিনি দেহদানের অঙ্গীকার করেছেন।

নিজের ফেসবুক পেজেই এই উদ্যোগ প্রসঙ্গ উল্লেখ করেন কবীর সুমন। কমেন্ট বক্সে তার সুস্থ জীবন কামনা করে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। গত জুলাইয়ে তিনি বাড়ি ফিরেছেন হাসপাতাল থেকে। শারীরিক পরিস্থিতিও আগের তুলনায় এখন অনেকটাই উন্নত।

উল্লেখ্য, মাস দুয়েক আগে শ্বাসকষ্ট নিয়ে এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবীর সুমন। সেই সময়ে হাসপাতালের বেডে বসেই একটি ফেসবুক লাইভে এসে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি পূর্বতন বামফ্রন্টকে খোঁচা দিতেও ছাড়েননি কবীর সুমন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top