বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

নায়ক জাফর ইকবালের জন্মদিন আজ

মুনাজ | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:২৫

নায়ক জাফর ইকবালের জন্মদিন আজ

বাংলা চলচ্চিত্রের প্রয়াত অভিনেতা জাফর ইকবালের জন্মদিন আজ। আশির দশকে তরুণ-তরুণীদের স্বপ্নের এই নায়ক ১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন।

ক্যারিয়ারে জাফর ইকবাল ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন। যার মধ্যে ববিতার বিপরীতে ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৭৫ সালে ‘মাস্তান’চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।

জাফর ইকবালে একজন মুক্তিযোদ্ধা ছিলেন। সিনেমার পাশাপাশি গায়ক হিসেবেও তিনি ছিলেন অনন্য। ১৯৬৬ সালে বন্ধুদের নিয়ে 'রোলিং স্টোন' ব্যান্ড গড়েছিলেন। তার গাওয়া শ্রোতা প্রিয় গানের মধ্যে আছে 'সুখে থেকো ও আমার নন্দিনী হয়ে কারো ঘরনি', 'তুমি আমার জীবন, আমি তোমার জীবন', 'হয় যদি বদনাম হোক আরও'।

১৯৯১ সালে ২৭ এপ্রিল মাত্র চল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন তরুণ প্রজন্মের এই আইকন। জাফর ইকবাল অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ভাই বন্ধু, চোরের বউ, অবদান, সাধারণ মেয়ে, একই অঙ্গে এত রূপ, ফকির মজনুশাহ, দিনের পর দিন ইত্যাদি।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top