সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আবার নতুন প্রেমে মজেছেন ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসন

মামুনুর রহমান | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২২, ০৬:৫১

নতুন প্রেমে মজেছেন অ্যামি জ্যাকসন

ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসন নতুন জুটিতে আবদ্ধ হয়েছেন।নতুন প্রেমের সন্ধান পেয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তবে ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে ডেটিং করছেন তিনি।অভিনেত্রী প্রথমে সম্পর্কটিকে গোপন রেখেছিলেন। গত সপ্তাহে তিনি তার ইনস্টাগ্রামে প্রেমের খবরটি ঘটা করে জানিয়েছেন।

এই জুটি বর্তমানে স্পেনে ছুটি কাটাচ্ছেন এবং সেখানে একটি কনসার্টে অংশ নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তারা একে অপরের হাত ধরে একটি সেলফি শেয়ার করেছেন। মানে বেশ ঘটা করেই নতুন এই প্রেমের খবর সবাইকে জানান দিচ্ছেন অ্যামি জ্যাকসন।

এর আগে অ্যামি জ্যাকসন ২০১৯ সালের জানুয়ারিতে জর্জ প্যানাইওটুর সঙ্গে বাগদান করেছিলেন এবং তাদের একটি পুত্র সন্তানও জন্মেছে। তবে ২০২১ সালে তাদের বিয়ে ভেঙ্গে যায়।

এদিকে অ্যামি জ্যাকসনকে শেষ দেখা গিয়েছিল রজনীকান্ত এবং অক্ষয় কুমার অভিনীত.ছবিতে। কারন বেশ কয়েকটি ভারতীয় সিনেমাতে কাজ করেছেন ব্রিটিশ এই অভিনেত্রী।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top