সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ: বুবলী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২, ০৬:২৬

এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ: বুবলী

কিছুদিন আগে শাকিব খান-বুবলী তাদের সন্তান শেহজাদ খান বীরের ছবি ফেসবুকে প্রকাশ করলেও, তাদের বিয়ে কবে-কোথায় হয়েছে তা প্রকাশ করেননি। এই নিয়ে তৈরি হয় ধুম্রজাল। অবশেষে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনলেন বুবলী।

সোমবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় বুবলী তার ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে শাকিব খানের সঙ্গে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে শাকিব খানের সঙ্গে তার একাধিক ছবিও প্রকাশ করেন।

বুবলীর দেওয়া তথ্যমতে, তাদের বিয়ের তারিখ ২০১৮ সালের ২০ জুলাই। ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ- ২০/০৭/২০১৮ এবং ২১/০৩/২০২০, আমাদের বিয়ের তারিখ এবং সন্তান জন্মদানের তারিখ।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top