৮০ বছরে পা দিলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ০৩:০৭

৮০ বছরে পা দিলেন অমিতাভ বচ্চন

বলিউডের সিনেমাপ্রেমীদের মাঝে ১১ অক্টোবর শুরু হয় উৎসব। কারণ, এই দিনেই জন্ম নিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

আজ মঙ্গলবার ৮০ বছরে পা দিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, যার ভরাট কণ্ঠস্বর আর অভিনয়-জাদুতে মোহিত সারা পৃথিবী। সত্তর দশকের রাগী যুবকের সঙ্গে সমার্থক তার ভাবমূর্তি। তিনিই বলিউড চলচ্চিত্রের সবচেয়ে প্রভাব বিস্তারকারী অভিনেতা হিসেবে সর্বজনবিদিত।

১৯৪২ সালের ১১ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন অমিতাভ বচ্চন। তার বাবা প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন ও মা তেজি বচ্চন। ১৯৬৯ সালে 'সাত হিন্দুস্তানি' চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় যাত্রা শুরু অমিতাভ বচ্চনের। ১৯৭৩ সালে 'জঞ্জির' সিনেমা মুক্তি পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

টানা ২০ বছর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা মধ্যে আছে— 'আনন্দ', 'গুড্ডি', 'বাবুর্চি', 'জঞ্জির', 'সওদাগর', 'দিওয়ার', 'শোলে', 'দো আনজানে', 'অমর আকবর অ্যান্থনি', 'ডন', 'সুহাগ', 'লাওয়ারিশ', 'সিলসিলা', 'কাভি কাভি', 'কসমে ওয়াদে', 'ত্রিশূল', 'মুকদ্দর কা সিকান্দর', 'মিস্টার নটবরলাল', 'কালা পাত্থার', 'দোস্তানা', 'চুপকে চুপকে', 'শান', 'শক্তি', 'কাভি আল বিদা না কেহনা', 'শাহেনশাহ', 'অগ্নিপথ', 'বুম', 'বাগবান', 'ব্ল্যাক', 'সরকার', 'নিঃশব্দ', 'পা', 'অরক্ষণ', 'সত্যাগ্রহ', 'পিকু', 'ওয়াজির', 'পিংক', ইত্যাদি।

৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ১৫টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয় করেছেন গুণী এই অভিনেতা। এছাড়াও, শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ১৯৮৪ সালে ভারত সরকারের 'পদ্মশ্রী', ২০০১ সালে 'পদ্মভূষণ', ২০১৫ সালে 'পদ্মবিভূষণে' ভূষিত হয়েছেন তিনি। বিশ্ব চলচ্চিত্রে অবদানের অনন্য স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা লেজিওঁ দনরের নাইট উপাধিতে ভূষিত করে। ২০১৯ সালে 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে সম্মানিত হয়েছেন অমিতাভ বচ্চন।

বলিউডে অমিতাভ বচ্চন মানেই বিশেষ কিছু। জন্মদিনেও তাই ভক্তদের সুখবরই দিয়েছেন ‘বিগ বি’। অমিতাভ অভিনীত নতুন সিনেমা ‘উচাই’ এর পোস্টার প্রকাশ করা হয়েছে এবং এ ছবি মুক্তি পাবে ১১ নভেম্বর।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top