থ্যালাপতি ৬৭

নাম ঘোষণার আগেই ১৬০ কোটি আয় করল যে সিনেমা

রায়হান রাজীব | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০৫:১৩

থ্যালাপতি ৬৭

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয়ের সিনেমা মানেই বড় আয়োজন। সেই সঙ্গে বিনোদনে ভরপুর। যা দর্শক মনে ঝড় তুলতে বার বারই সক্ষম।

গত বছরই বিজয়কে নিয়ে সুপারহিট অ্যাকশন ছবি ‘মাস্টার’ বানিয়েছেন লোকেশ কঙ্গরাজ। এই অভিনেতা ও পরিচালক জুটির নতুন ছবিটি হতে যাচ্ছে গ্যাংস্টার ড্রামা ঘরানার। নতুন এই সিনেমার নাম ‘থ্যালাপতি ৬৭’।

দীর্ঘদিন ধরেই ছবিটি নিয়ে চলছে নানা গুঞ্জন। যদিও এখন পর্যন্ত ছবিটির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। কিন্তু এর আগেই ‘থ্যালাপতি ৬৭’ আয় করেছে ১৬০ কোটি রুপি।

অনেক আগে থেকেই সিনেমাটির স্বত্ব কিনে নিতে ব্যাপক আগ্রহী ছিল ওটিটি প্ল্যাটফর্মগুলো। সিনেমাটি অবশ্যই আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর পরে ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু তবুও ওটিটি প্ল্যাটফর্মগুলোর আগ্রহে একটুও ভাটা পড়েনি সিনেমাটির স্বত্ব কিনতে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, আনুষ্ঠানিকভাবে সিনেমাটি ঘোষণা দেওয়ার আগেই একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম ১৬০ কোটি রুপিতে সিনেমাটির ওটিটি স্বত্ব কিনে নিয়েছে। কাজ শুরুর আগেই এত মূল্যে আর কোনো দক্ষিণী সিনেমার ওটিটি স্বত্ব এখন পর্যন্ত বিক্রি হয়নি।

‘থ্যালাপতি ৬৭’র বাজেট প্রায় ৩২০ কোটি রুপি। সে হিসাব অনুযায়ী মুক্তির আগেই বাজেটের অর্ধেক তুলে নিয়েছে সিনেমাটি। আগামী ডিসেম্বরে শুরু হবে সিনেমার শুটিং।

কেবল বিজয় নয়, প্যান ইন্ডিয়া ছবিটিতে যেন তারকার মেলা বসাতে যাচ্ছেন পরিচালক। ছবিটিতে দেখা যাবে তৃষ্ণা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, নিভিন পাউলিসহ অনেককে।

 

 

 

 

 

 

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top