তমা মির্জাকে মারধর : স্বামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
নিশি রহমান | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০৫:২৩

যৌতুকের জন্য মারধরের ঘটনায় চিত্রনায়িকা মির্জা ফারজানা ইয়াসমিন তমার (তমা মির্জা) করা মামলায় তার সাবেক স্বামী হিশাম চিশতীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত ১৮ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক সৌমিত্র সাহা আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। আজ রোববার (২০ নভেম্বর) বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাহফুজ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৭ মে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে বিয়ে হয় কানাডাপ্রবাসী হিশাম চিশতীর। বিয়ের পরে তমা মির্জাকে অকারণে মারধর করতেন হিশাম। ব্যবসার জন্য শ্বশুরবাড়ির লোকজন তমার বাবার কাছ থেকে যৌতুক হিসেবে ২০ লাখ টাকা এনে দিতে বলেন। মেয়ের সুখের কথা চিন্তা করে তমার বাবা-মা হিশামকে বিভিন্ন সময় ১০ লাখ টাকা দেন। এর কিছুদিন পর হিশাম আবারও তমাকে মারধর করেন। অত্যাচারে অতিষ্ঠ হয়ে তমা বাবার বাড়িতে চলে আসেন।বর্তমানে তমা মির্জা দেশে থাকলেও হিশাম চিশতী থাকছেন কানাডায়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।