সৃজিতকে নিয়ে মিথিলার নতুন বার্তা

নিশি রহমান | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ০৫:১৫

সৃজিত মুখার্জী ও রাফিয়াত রশীদ মিথিলা

কিছুদিন ধরে গুঞ্জন চলছে, ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জীর সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার সংসার ভাঙতে বসেছে। সম্প্রতি ফেসবুকে দুই তারকার দেওয়া দুটি আলাদা পোস্ট এমন গুঞ্জনকে উস্কে দেয়। তারই মাঝে স্বামী সৃজিতকে নিয়ে আদুরে বার্তা দিলেন মিথিলা।

পরবর্তীতে এই গুঞ্জনকে ‘মিথ্যা’ বলে দাবি করেন মিথিলা। তিনি বলেন, এই বছরটা আমার আর সৃজিতের বাইরে বাইরে কেটে গেল। আমি যখন কলকাতায় আসি, সৃজিতকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। সুতরাং এসব কথায় কান দেয়ার কোনো সময় আমার নেই।

সম্পর্ক ভাঙনের নেপথ্যেই  ছিল দুজনের দুটি পোস্ট ।মিথিলা লিখেছিলেন, জানো তুমি যে প্রেম সত্যি? কীভাবে জানো এই প্রেম ন্যায্য? উত্তর পেতে কতদূর যেতে পারবে তুমি জানার আগে যে সেটা সেখানে নেই?’

একইদিনে সৃজিত জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করে লিখেছিলেন, ‘এখানে রাগের কিছু নেই, দোষারোপের প্রয়োজন নেই, কিছু প্রমাণ করার নেই। সব একই আছে। শুধু একটা গাছ একাকী দাঁড়িয়ে আছে সৈকতে। সমুদ্রের ধার ঘেঁষে। বিদায় অ্যাঞ্জেলিনা। আকাশ কাঁপছে। এবার বিদায় নিতে হবে।’

তারপরই দাবানলের মতো ছড়িয়ে পড়ে, সৃজিত-মিথিলার ঘর ভাঙছে। এ নিয়ে ইতোমধ্যে কথা বলেছেন মিথিলা। জানিয়েছেন তাদের দুজনের করা পোস্ট থেকে যে এরকম কিছু রটবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। এমনকি বিষয়টাকে  মিথিলা ‘অনৈতিক’ও বলেছেন।

পোস্ট দুটিকে কেন্দ্র করে  মিথিলা বলেন, , ‘আমার মনে হয়েছিল ফটোশুটের ছবির সঙ্গে ওই গানটাই ভালো যাবে। আর সৃজিত যেটা দিয়েছে বব ডিলানের এই গানটা তো আমাদের দুজনেরই প্রিয়।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top