ফিল্মবাজার রিকমেন্ডস পুরস্কার জিতল বাংলাদেশের ছবি ‘আগন্তুক’
নিশি রহমান | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ০০:৩৩

এবার ফিল্মবাজারে ২৪৭টি ছবি ভিউয়িং রুমে ছিল। তার মধ্যে ফিল্মবাজার রিকমেন্ডস বিভাগে জায়গা করে নেয় ৩০টি ছবি। এর মধ্যে আগন্তুক ছিলো অন্যতম। ফিল্মবাজার তরুণ নির্মাতাদের তাঁদের কাজ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করে দেয়। ২০ নভেম্বর শুরু হয়ে ২৪ নভেম্বর শেষ হয় এবারের ফিল্মবাজার।
ভারতের পুরস্কার জিতেছে বাংলাদেশের ছবি আগন্তুক। গোয়ায় অনুষ্ঠিত ভিউয়িং রুমের ফিল্মবাজারের রিকমেন্ডস বিভাগ থেকে প্রসাদ ল্যাব ডিআই অ্যাওয়ার্ড ও মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন আওয়ার্ড জিতেছে বিপ্লব সরকারের ছবিটি। গত বৃহস্পতিবার এ পুরস্কার ঘোষণা করা হয়।
আগন্তুক চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। কাজল তার বাবাকে চিনতে পারে না। কারণ, সে অনেক দিন পর পর বাড়িতে আসে। এ নিয়ে সবার মধ্যে চলে মনস্তাত্ত্বিক লড়াই। পরিবারের এই সম্পর্কগুলো খুব সূক্ষ্মভাবে দেখানো হয়েছে ছবিটিতে।
আগন্তুক ছবিটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, শাহানা সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসু মনি ও নাঈমা তাসনিমও আরো অনেকেই।সিনেমাটি প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক, সাইফুর রহমান লেনিন ও বিপ্লব সরকার।
বিষয়: আগন্তুক ফিল্মবাজার আওয়ার্ড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।