বিগ বি অমিতাভ বচ্চনের কণ্ঠ নকল, ছবি ব্যবহারে আদালতের নিষেধাজ্ঞা

নিশি রহমান | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ০৭:৫৬

অমিতাভ বচ্চন

অনুমতি ছাড়া কণ্ঠস্বর নকল ও ছবি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গতকাল দিল্লি হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবী। আবেদনে বলা হয়, অমিতাভের নাম, কণ্ঠস্বর, ছবি ও ব্যক্তিত্বের ওপর শুধু তারই অধিকার থাকবে। অন্য কারও থাকবে না। অর্থাৎ অমিতাভকে নকল করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অর্থ উপার্জন করেন।

সম্প্রতি ‘অমিতাভবচ্চনডটকম’ নামের একটি ডোমেইন বিক্রি হয়েছে। এ ডোমেইনের সঙ্গে অমিতাভের কোনো সম্পৃক্ততা নেই। ব্যক্তির নামে নথিভুক্ত করা এই ডোমেইন থেকে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে অমিতাভের সুনাম ক্ষুণ্ন হবে। এ প্রসঙ্গ তুলে অমিতাভের আইনজীবীরা দাবি করেন, নাম, কণ্ঠস্বর ও ছবির ওপর তিনি ছাড়া অন্য কারও অধিকার থাকবে না।

আইনজীবী বলেন, ‘কেউ অমিতাভ বচ্চনের ছবি ব্যবহার করে টি-শার্ট বানাচ্ছেন। কণ্ঠ ও অভিনয় নকল করছেন। কেউ তার পোস্টার বিক্রি করছেন। কেউ তো সব মাত্রা ছাড়িয়ে তার নামের ডোমেইন রেজিস্টার করে নিয়েছেন। এর ফলে অমিতাভ বচ্চনের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। এ কারণেই আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি।’

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top