অবশেষে জুটি হলো ইমন ও দীঘির

নিশি রহমান | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০০:৫৪

ইমন ও দীঘি

জুটি বেঁধে ইমন ও দীঘির সিনেমায় অভিনয় করার কথা ছিল। কিন্তু জুটি বেঁধে সিনেমায় অভিনয় করা হয়নি । তবে ঠিকই জুটি হলেন তাঁরা একটি মিউজিক্যাল ফিল্মে। পাঁচ মিনিটের একটি মিউজিক্যাল ফিল্মে একসঙ্গে অভিনয় করলেন তাঁরা। হলুদের অনুষ্ঠানের ৯টি গানের অংশবিশেষ নিয়ে তৈরি হয়েছে ম্যাশআপ মিউজিক্যাল ফিল্ম ‘হলদি মিক্সড’। এতেই দেখা যাবে ইমন ও দীঘিকে।

ইমন বলেন, ‘এটি গল্পভিত্তিক মিউজিক্যাল ফিল্ম। একটি হলুদের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের মধ্যকার গল্প হয়েছে এখানে। আগে দীঘির সঙ্গে একটা সিনেমা করার কথা ছিল। কিন্তু কাজটি থেমে গেছে।তাই  তাঁর সঙ্গে আর কাজ করা হয়নি। এবার প্রথম আমরা দুজন একসঙ্গে কাজ করলাম।’

দীঘির সঙ্গে কাজ নিয়ে এই নায়কের মন্তব্য, ‘দীঘি নাচে বেশ পারদর্শী। নাচের সঙ্গে তাঁর এক্সপ্রেশন দারুণ হয়েছে। তাঁর সঙ্গে কাজ করে বেশ আরাম পেয়েছি।’

দীঘি বলেন, আমার কাছে মিউজিক্যাল ফিল্মটি নতুন অভিজ্ঞতা, ‘আগে মিউজিক ভিডিওতে কাজ করেছি। এ রকম বিয়ের হলুদের অনুষ্ঠানের সেট ফেলে, সাজিয়ে আগে কাজ করিনি। সিনেমার আদলেই শুটিং হয়েছে। বিশ্রাম না নিয়ে টানা ২২ ঘণ্টা শুটিং করেছি। তা ছাড়া ইমন ভাইয়ের সঙ্গেএটা আমার  প্রথম কাজ। হলুদবাড়ির আনন্দের মতো শুটিংয়েও বেশ মজা করেছি।’

আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এটি।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top