৩২ বছর আগের নায়িকাকে নিয়ে বড় পর্দায় ফিরছেন সালমান খান

রায়হান রাজীব | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০৩:০৩

সালমান খান

‘সাথিয়া তুনে ক্যায়া কিয়া’ গানটা আজও মনে রেখেছেন সিনেপ্রেমী দর্শক। ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল সালমান খান এবং রেবতী অভিনীত ছবি ‘লাভ’। সিনেমার কথা মনে না থাকলেও এই গান এখনও অনেকেরই প্লেলিস্টে রয়ে গিয়েছে।

তারপর কেটে গিয়েছে ৩২ বছর। কিন্তু একসঙ্গে আর দেখা যায়নি ভাইজান এবং রেবতীকে। আর কি তাদের একসঙ্গে দেখা যাবে না? ছিল প্রশ্ন।

সালমান তিন দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমার জগতে রাজত্ব করছেন। এদিকে, রেবতী মূলত তামিল ছবিতেই বেশি কাজ করেছেন। পাশাপাশি মালায়লম, তেলেগু, হিন্দি ও কানাড়া ভাষার ছবিতে কাজ করেছেন।

অবশেষে সেই অপেক্ষার অবসান। তিন দশক পেরিয়ে আবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে তাদের।

দিন কয়েক আগে সালমানের ‘বিগ বস্‌’র ম়ঞ্চে এসেছিলেন রেবতী। মুক্তির অপেক্ষায় তার পরিচালিত ছবি ‘ভেঙ্কি’। ছবির প্রচারে এসেছিলেন রেবতী ও অভিনেত্রী কাজল। সেই মঞ্চেই এই খবর ফাঁস করলেন ভাইজান। সালমান জানালেন হ্যাঁ, আবারও তাদের একসঙ্গে দেখতে পাবেন দর্শক।

ছবির নাম ‘টাইগার থ্রি’। যে ছবি নিয়ে অনেক দিন আগে থেকেই দর্শকের উন্মাদনা তুঙ্গে। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি।

‘টাইগার থ্রি’ ছবিতে নায়িকার ভূমিকায় আছেন ক্যাটরিনা কাইফ। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রেবতী। ছবিটি পরিচালনা করছেন মনীষ শর্মা।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top