মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

বিচ্ছেদের পর হৃদয় ভেঙে গিয়েছিলো: জেনিফার লোপেজ

নিশি রহমান | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ২৩:৩২

জেনিফার লোপেজ

২০০৪ সালে হলিউডের অভিনেতা-নির্মাতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বাগদানের পরও বিয়েটা হয়নি জেনিফার লোপেজের। বিয়ের কিছু সময় আগেই তাদের ছাড়াছাড়ি হয়।  ছাড়াছাড়ির পর বেন ও জেনিফার আলাদা সংসার পেতেছিলেন। কিন্তু বেনকে ভুলতে পারেননি জেনিফার লোপেজ।

জেনিফার লোপেজ বলেন, ‘১৮ বছর ধরে সেই বিচ্ছেদ যন্ত্রণা আমি বয়ে বেড়িয়েছি।কিন্তু অবশেষে হৃদয়ের স্বপ্নপুরুষের সঙ্গে সম্পর্ক জোড়া লেগেছে। গত বছরের এপ্রিলে তাদের সম্পর্কে বিষয়টি জানাজানি হয়। পরে তারা বিষয়টি স্বীকার করে নেন। চলতি বছরের জুলাইয়ে বেন অ্যাফ্লেককে বিয়ে করেছেন জেনিফার লোপেজ।

হলিউডের খ্যাতনামা এই গায়িকা ও অভিনেত্রী  আরও বলেন, ‌‘এই বিচ্ছেদ অনেক কষ্টকর ছিল। ২০ বছর আগে আমরা বিয়ে বাতিল করেছিলাম। আমার জীবনের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ছিল সেটি। আমার সত্যিই মনে হয়েছিল জীবনটা শেষ হয়ে যাচ্ছে। সেই ভালোবাসার মানুষটির সঙ্গে যখন আবারও একত্রিত হলাম তখন সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবনটা আমরা একসঙ্গেই কাটিয়ে দিবো।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top