ফুটবল বিশ্বকাপই যেন পিছিয়ে দিলো 'কারাগার পার্ট টু'

নিশি রহমান | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২, ০৪:৫৮

'কারাগার পার্ট টু' ওয়েব সিরিজ

‘কারাগার–পার্ট ওয়ান’ এর গল্প জেলখানার রহস্যময় এক কক্ষে হঠাৎ আবির্ভূত এক কয়েদিকে নিয়ে। যে কথা বলতে পারে না। ইশারা ভাষার মাধ্যমে নিজেকে মিরজাফরের খুনি বলে দাবি করে! যা অবিশ্বাস্য। রহস্যমানবকে ঘিরে ঘটনা ক্রমেই জট পাকতে থাকে। সেই জট খুলবে দ্বিতীয় পর্বে। তাই এই পর্ব দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা।  তাই  কবে আসবে দ্বিতীয় কিস্তি? তার অপেক্ষায় ছিলেন দর্শকরা।

বহুল প্রতিক্ষিত 'কারাগার' ওয়েব সিরিজের পার্ট ২' মুক্তির কথা ছিলো আগামী ১৫ ডিসেম্বর। কিন্তু নির্ধারিত এই তারিখে আসছে না ওয়েব সিরিজটি। পিছিয়েছে এক সপ্তাহ। সিরিজটির অভিনেতা চঞ্চল চৌধুরী জানিয়েছেন, হইচইয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫ ডিসেম্বর নয়, ২২ ডিসেম্বর পার্ট ২ আসবে।

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে চলতি বছরের আগস্টে মুক্তি পায় চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’। এতে অনবদ্য অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন এই অভিনেতা।

সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, , এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকেই।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top