'রামায়ণ' দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে সাই পল্লবীর! 

নিশি রহমান | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ০১:৩৮

অভিনেত্রী সাই পল্লবী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার অভিনয়ের দ্যুতি ছড়াবেন বলিউডে। আর এ গুঞ্জনেই রীতিমতো হইচই শুরু হয়ে গেছে বলিপাড়ায়।

শোনা যাচ্ছে অরবিন্দ প্রযোজনায় রামায়ণ ছবির সীতার ভূমিকায় অভিনয় করতে পারেন দক্ষিণী সিনেমার নায়িকা সাই পল্লবী । আর এ ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি। ২০২৩ সালে সিনেমাটি শুটিং ফ্লোরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০১৯ সালেই 'রামায়ণ' ছবির ঘোষণা দিয়েছিলেন অল্লু অরবিন্দ। সেই সঙ্গে সিনেমার প্রযোজনাও করবেন তিনি। ছবিটি নির্মাণ করবেন পরিচালক নীতীশ তিওয়ারি। আর এই ছবিতেই সীতার চরিত্রে বলিউডে কাজ করতে রাজি হয়েছেন এ অভিনেত্রী ।

২০১৫ সালে মালায়ালাম সিনেমা ‘প্রেমাম’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী। এই ছবির মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর থেকে দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলছেন তিনি।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top